ঢাকাশনিবার , ২৯ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তের বাড়ী ভাংচুর!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ২৯, ২০২১ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মামুনুর রশিদ (মিঠু)।। লালমনিরহাটে সূর্য (১৩) নামের এক কিশোর কতৃক, ৪ বছরের আরেক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী রাতেই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেছে এবং অভিযুক্ত সূর্যের বাবা মিজানুর বাদী হয়ে তার বাড়ি ভাঙচুরের ঘটনায় লিখিত লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ধর্ষনের শিকার শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বৃহস্পতিবার (২৭ মে) সন্ধায় জেলা শহরের তালুক খুটামারা( নবীনগর) এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষক কিশোর সূর্য একই এলাকার ট্রাক চালক মিজানুর রহমান মিজানের ছেলে বলে জানা গেছে।

ধর্ষনের শিকার শিশুটির মা জানায়, সন্ধায় মেয়েকে বাড়িতে না পেয়ে আশেপাশে খুঁজতে থাকি। কোথাও না পেয়ে বাড়ী ফেরার সময় প্রতিবেশী মিজানুরের বাড়ীতে কান্না শুনতে পাই। পরে দ্রুত গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করাই। বর্তমানে সে সদর হাসপাতালে ২য় তলায় ৭৬ নাম্বার বেডে চিকিৎসাধীন আছে। এসময় তিনি অভিযুক্ত ওই কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, এ সংক্রান্তে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন