খাজা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিমের উপস্থিতিতে সকাল ৮ টায় ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও লালমনিরহাট পৌরসভার সার্বিক তত্বাবধানে ঈদ-উল-আজহার প্রথম জামাতে নামাজ আদায় করেন লালমনিরহাটের জেলা প্রসাশক মোহাম্মদ উল্ল্যাহ,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.মোঃ মতিয়ার রহমান। এছাড়াও প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঈদ জামাতে অংশগ্রহণ করেন।
পবিত্র
ঈদ উল আজহার নামাজের এর ইমামতি করেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম ও খতীব আলহাজ্ব মাওলানা মোঃ আতিকুর রহমান সাহেব।
ঈদ-উল-আজহার তাৎপর্য,
ঈদ-উল-আজহা, যা,ইসলামের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পালন যা সমস্ত মানবজাতির জন্য গভীর তাৎপর্য বহন করে। এই ইসলামি উৎসব নবী ইব্রাহিম এর আনুগত্য ও ভক্তি স্মরণ করে এবং পবিত্র শহর মক্কায় হজ যাত্রার সমাপ্তি চিহ্নিত করে।
ঈদ-উল-আজহা তার প্রিয়জনকে উৎসর্গ করার জন্য আল্লাহর আদেশে হযরত ইব্রাহিমের আনুগত্য ও অটল বিশ্বাসকে বোঝায়। এটি বিশ্বাসীদের জন্য আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পন।
কারণ,হযরত ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য তার সন্তানকে বলি দিতে ইচ্ছুক ছিলেন। মুসলিমরা পশু কোরবানি করে এবং মাংস বিতরণ করে, উদারতার প্রতীক এবং অন্যদের সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে এই কাজটিকে স্মরণ করে। এটি বিশ্বাসীদের তাদের সহমানুষের প্রতি সহানুভূতি, সমবেদনা এবং উদারতা প্রদর্শন করে।
ঈদ-উল-আযহা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য জমায়েত এবং উদযাপনের একটি সময়। এটি সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে সংহতি, ভালবাসা এবং সম্প্রীতিকে আরো মজবুত করে।
ঈদ-উল-আজহা এর মূল বার্তা বিশ্বাস, ত্যাগ, উদারতা, ঐক্য এবং প্রতিফলনের বিস্তৃত অনুরণন রয়েছে যা সমগ্র মানবতার জন্য বিস্তৃত। বয়ান শেষে, শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে, সকাল ৯ টায় কেন্দীয় ঈদগাহে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়