ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ১৭, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ, লালমনিরহাট: ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য লালমনিরহাট পৌরসভার ২৩ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

১৭ জুন (শনিবার) সকাল ১০ টায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও নাগরিকবৃন্দের অংশগ্রহণে পৌরসভা হলরুমে আনুষ্ঠানিকভাবে বাজেটের আয়-ব্যায় ও বিগত অর্থবছরের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন,অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র রেজাউল করিম স্বপন।

ঘোষিত বাজেট বাস্তবায়নে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ কোটি ৭৭ লাখ ১৮ হাজার ২৪৮ টাকা এবং পানি সরবরাহ ও উন্নয়ন (প্রকল্পসহ) আয় ধরা হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা।

বাজেটে, রাজস্ব আয়ের খাত হিসেবে, গৃহ ও ভূমি কর, ট্রেড লাইসেন্স ও যানবাহন লাইসেন্স ফি, বিভিন্ন সনদ ফি, হাট-বাজার, বাস টার্মিনাল ইজারা ইত্যাদি উল্লেখ করা হয়।

ব্যয়ের খাত হিসেবে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, কঠিন ও পয়:বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়কবাতি, বিদ্যুৎ ও জ্বালানি বিল, কবরস্থান- শ্মশানের উন্নয়ন, পার্ক নির্মাণ ও সৌন্দর্য বর্ধন, পানি সরবরাহ, আর্থিক অনুদান মশক নিধন, চিকিৎসা সেবা ইত্যাদি খাত উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে ,পৌর মেয়র সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শে লালমনিরহাট পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সহযোগিতা কামনা করেন।

উক্ত

বাজেট ঘোষণা ও মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা হাসানুজ্জামান বসুনীয়া সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী, নাগরিকবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন