শনিবার (২ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট রেলওয়ে ড্রাইভার পাড়া রার্নিং রুমের মাঠে আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী জনাব মোঃ রেজাউল করিম স্বপন-এঁর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সকল স্তরের নারীদেরকে সাথে নিয়ে লালমনিরহাট পৌর শহরের রেলওয়ে বাজার, গোশালা রোড, পুরান বাজার, সাপটানা বাজার, থানা রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেষ হয়।শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপন, তাঁর সহধর্মীনী জাকিয়া সুলতানা রিমু, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারী নারীদের পক্ষে দুলালী, হেনা, লালমনিরহাট পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আওরাংগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন শিপলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামসহ বিভিন্ন নেতা কর্মী ও লালমনিরহাট পৌরসভার বিভিন্ন স্তরের জনগন উপস্থিত ছিলেন।