রাসেল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাট সদর থানার বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ ১১ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ জুন) দিবাগত রাতে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে লালমনিরহাট থানার অন্তর্গত বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ এলাকার জনৈক জিল্লুর রহমান এর টিনের ঘরের ভিতর জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়াড়ুকে আটক করেছে পুলিশ।
আটক জুয়াড়িরা আনিছুর রহমান (২৬) মাসুদ মিয়া (২০) শাহিন আলী (৩৭) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মীরেরবাড়ী ঝাড়খোলা এলাকার ১ নং ওয়াডের বাসিন্দা। অপর আসামিদ্বয় ওবায়দুল হক (৩৫), সাজু মিয়া (২৭), আবু তালেব (৪০), রাজু মিয়া (৩০), জহুরুল ইসলাম (৩৫), শফিকুল ইসলাম (৩৮), রজব আলী (৩৬), মমিনুল ইসলাম (৩০) লালমনিরহাট সদর উপজেলার খেদাবাগ ইউনিয়ন ও বড়বাড়ি এলাকার বাসিন্দা।
আটককৃত জুয়াড়ুদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানার মামলা নং-১৫, ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪, রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়ার খেলার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।