লুকায়িত ঈর্ষা
রাধা রানী বিশ্বাস
কেমন মেয়েরে ভাই
উচ্চ স্বরে হাসে,
ঘরের বাইরে থাকে
সন্ধ্যা নেমে আসে।।
দেমাক নিয়ে চলে
লজ্জা মোটে নাই,
একটু যদি বুঝতো
আমি তাকে চাই।।
কাপড় পরে দামী
কোথা থেকে পায়,
অনেক দিবো আমি
যদি মেয়ে চায়।।
বিদ্বান আছে বটে
চাল চুলা নাই,
গয়না দিবো কিনে
যদি তারে পাই ।।
খুব সুন্দর দেখতে
বলতে লাগে ভয়,
মিথ্যা কথা শুনলে
উচিত কথা কয়।।
ঝগড়া লেগে গেলে
লাঠি নিয়ে আসে,
পাড়ার ছেলের সনে
মন খুলে হাসে।।
মনটা ভিষণ ভালো
রাগলে বেজায় গরম,
অসুস্থ হলে কেউ
মমতা দেয় পরম।।
শুধাতে আমি চাই
ভালোবাসে কাকে,
যখন বলতে যাই
মা কাকিমা ডাকে।।
থাকি যেহেতু গাঁয়
একটু লজ্জা পাই,
আমার মনের আশা
হবে কি পুড়ে ছাই।।
আপনার মন্তব্য লিখুন