মোঃ মামুনুর রশিদ (মিঠু)।। লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি লালমনিরহাটের আয়োজনে দেশীয় তামাক শিল্প রক্ষায় তামাক শিল্পের প্রাণ চাষীদের সুরক্ষা এবং বিদেশি কোম্পানীর আগ্রাসনের হাত থেকে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষার দাবিতে ১৪ মার্চ অনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি লালমনিরহাটের আহবায়ক ওয়াহেদ আলী। বক্তব্য রাখেন দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি লালমনিরহাটের সদস্য চাঁন বাদশা, যুগ্ম আহবায়ক মহুবর রহমান, ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি লালমনিরহাটের সদস্য অর্জুন চন্দ্র, গোকুল চন্দ্র রায়, শাহজাহান আলী, এনামুল হক, নূরুজ্জামান, খোকন মিয়া, রিপন মিয়াসহ অন্যান্য তামাক চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির বক্তারা বলেন, ২০১৮ সালের বাজেটে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানীর জন্য মহান জাতীয় সংসদে যে নীতিমালা পাস হয়েছিল অনুমোদন হয়েছিল সেটি এখনও বাস্তবায়ন হয়নি, একটি কুচক্রী মহল সেটি এখনো বাস্তবায়ন করতে দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন আমাদের সকল দাবি মেনে নিয়ে দ্রুত ব্যাবস্থা নেবেন।