শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুলগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলগাজী রেলস্টেশনের পাশে ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এতে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন, ফুলগাজী উপজেলা কৃষি অফিসার মোঃ মমিনুল ইসলাম, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার দাস, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম ভূঁইয়া,ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রমূখ।
আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফুলগাজী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সমিতির সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকার।