খাজা রাশেদ,লালমনিরহাট: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম( শায়েখ চরমোনাই) সহ নেতাকর্মীদের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার ও ব্যর্থ সিইসির পদত্যাগের দাবিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণের মাধ্যমে ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন (শুক্রবার) বিকাল ৩ টায় সংগঠনের জেলা কার্যালয় (রেলওয়ে ষ্টেশন সংলগ্ন) মুক্ত মঞ্চ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন খাঁন।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মোকসেদুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মুফতী ফজলুল করিম (শাহরিয়া),সাংগঠনিক সম্পাদক হাফেজ গাজী রমজান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মামুন ইসলাম,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান,জাতীয়
ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল।
আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক( লালমনিরহাট ২ আদিতমারী-কালীগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি মাহফুজুর রহমান প্রমূখ। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা,উপজেলা ও পৌরশাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।