ঢাকাশুক্রবার , ২১ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে স্কুল শিক্ষকের হাতে বুদ্ধি প্রতিবন্ধি শিশু নির্যাতনের শিকার!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ২১, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ।। অয়োন আজগবি গ্রামের খাইরুল ইসলাম ও আয়েশা বেগমের বুদ্ধি প্রতিবন্ধি ছেলে। গত ১৫ই মে অয়োন “ ফিরোজ আহম্মেদ কবিরাজ হাফেজিয়া নূরানী মাদ্রাসা ” মাঠে খেলা করছিলো।এসময় খেলা্র ছলে সে পরিত্যাক্ত সেন্ডেল সুতায় পেঁচিয়ে পতাকা ষ্ট্যান্ডে বেঁধে রাখে ।

স্যান্ডেল টাঙ্গানোর বিষয়টি জানাজানি হলে অয়োনের বাবা-মা মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে গিয়ে আপোষ মিমাংসা করেন।গত ১৭ই মে অয়োন মেহেদী হাসান ভূলু মাষ্টারের বাড়ির সামনে যাওয়ামাত্র তার স্ত্রী স্কুল শিক্ষিকা সামশুন্নাহার বেগম অয়োনের হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঘরের ভিতর আটকে রাখে। স্কুল শিক্ষকদ্বয়ের ছেলে শিশির মারধর করার এক পর্যায়ে কিছু অসত্য কথা রেকর্ড করার কুমতলবে শিশুটিকে পুলিশের ভয় দেখায়। বুদ্ধি প্রতিবন্ধি অয়োন সেখান থেকে ছাড়া পেয়ে ভিত সন্ত্রস্ত্র হয়ে বাবা-মাকে বিষয়টি অবহিত করে বলে আমাকে নানীর বাড়ি রেখে আস ওরা আমাকে পুলিশে ধরিয়ে দিবে।

অয়োনের বাবা-মা ঘটনাটি স্থাণীয়দের জানালে গ্রামবাসী এহেন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সুষ্ঠু বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন।

এবিষয়ে স্কুল শিক্ষক মেহেদী হাসান ভূলু মাষ্টার ও স্কুল শিক্ষিকা সামশুন্নাহার বেগম অভিযোগ অস্বীকার করে বলেন এটি ষড়যন্ত্রমূলক।

অয়োনের মা আয়েশা বেগম বাদী হয়ে এবিষয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেণ।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, অভিযোগের সূত্রধরে তদন্ত প্রক্রিয়াধীন আছে।

আপনার মন্তব্য লিখুন