আশরাফুল হক,লালমনিরহাটঃ যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করাই আমাদের অঙ্গিকার এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় এলাকায় ২০১৫ সালে প্রতিষ্ঠিত শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ।
৬ ডিসেম্বর (মঙ্গলবার) সদ্য যোগদানকৃত লালমনিরহাট জেলা প্রসাশক মোহাম্মদ উল্যাহ’র সাথে শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজানসহ মাহাফুজার রহমান শামীম উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জেলা প্রসাশক মোহাম্মদ উল্যাহ বিদ্যালয়টি পরিচালনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন৷ এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগীতা মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার দিকনির্দেশনাও দেন তিনি।
সবশেষে জেলা প্রসাশককে ফুলের শুভেচ্ছা জানান শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।