ঢাকামঙ্গলবার , ৮ ডিসেম্বর ২০২০
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শূন্য ব্যালকুনি,তামাটে ফুলদানি!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ৮, ২০২০ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

শূন্য ব্যালকুনি,তামাটে ফুলদানি!
(মোশ্ রাফি
মুকুল ম্রিয়মাণ)

ভালোবাসা আর পিপাসাকে
মোটাতাজাকরণের সময়-
মূলতঃ শহর ভরে যাচ্ছে উশৃংখল ঘোড়ায়।
ভাড়াটে খুরের দিকবিদিকে গুড়িয়ে যাচ্ছে নাগরিক মর্মলিপি।

শূন্য ব্যালকুনিতে-দোল খাচ্ছে তামাটে ফুলদানি।
কালের এ্যাঁশট্রেতে উদ্দেশ্যহীন স্তোস্ত্রগীত,
ঘোলাটে ল্যাম্পপেস্টের পাশে পড়ে আছে
সভ্যতা পোড়া ছাঁই;
আয়নার অবতলে নিজেকে খুঁজে ফিরছে এক-হরকরা।

নগরের যৈবতীকায়ায় রূপোর চিহ্ন;
সোনার জলপাত্রে তৃষ্ণা মেটাচ্ছে জীবনের ক্লান্ত দমকল।
বৈদ্যুতিক লাইনে হতবিহ্বল দাঁড়কাক,
কার্বন হ্রেষায় মুখ লুকাচ্ছে বৃক্ষের মর্মাহত পাতা।
পা-পিষ্ট তীব্র পিচ-
অরক্ষিত আলো আর আঠালো পাথরে
রেড়ে ওঠছে হাভাতে স্বপ্নের বীজ।