ঢাকামঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

শোয়ার ঘরে আগুন, পুড়ে মরল ঘুমন্ত ভিক্ষুক

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ২০, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চানন রায় বিশেষ প্রতিনিধি।। নীলফামারীর ডোমারে শোয়ার ঘরে আগুন ধরে দগ্ধ হয় ঘুমন্ত ভিক্ষুক জবেদা খাতুনের(৬৫)মত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে ডোমার প্রসক্লাব সংলগ্ন রেললাইনের ধারে ঝুপড়ি ঘরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত মঙ্গলবার রাত ১টার দিকে ডোমার প্রসক্লাব সংলগ্ন রেল লাইনের ধারে থাকা ভিক্ষুক জবেদা খাতুনের ঝুঁপড়ি ঘরে আগুন লাগে। এসময় বৃদ্ধা জবেদা খাতুন ঘুমিয়ে ছিলন। লকডাউনের কারণে লোকজন বাহিরে না থাকায় ঘরে আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়লে অগ্নি দগ্ধ হয়ে মত্যু হয় জবেদার ।
পরে খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এনে ভিক্ষুক জবেদা খাতুনের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডোমার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজান আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মশার কয়লের আগুন থেকে সূত্রপাত হয় অগ্নি দগ্ধ হয়ে ওই বদ্ধার মৃত্যু বরণ করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে তখনই সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল ঘটনাস্থলে পরিদর্শন করেন। জবেদা খাতুনের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডোমার পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন জানান, দীর্ঘদিন যাবৎ ডোমার প্রসক্লাব সংলগ্ন রেললাইনের ধারে ঝুঁপড়ি ঘর তুলে বসবাস করে আসছিল বৃদ্ধা জবেদা খাতুন। তার পরিবারের কেউ আছে কিনা বা তার প্রকৃত ঠিকানা কি তা আমাদের জানা নেই। ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন।

আপনার মন্তব্য লিখুন