সব কিছুতেই কষ্ট
রাধা রানী বিশ্বাস
পড়া লেখায় কষ্ট অতি
আছে সমাস সন্ধি,
অক্ষর পদ কারক বর্ণ
শব্দের ফাঁদে বন্দী।।
গান গাওয়া সোজা অতি
সুরে সুরে গায়,
বীণা খমক ঢাক তবলা
হস্ত দ্বারা বাজায়।।
গান আরও মহা জটিল
আছে সারগাম গীত,
সুরে তালে লয়ে ঠাসা
এটাই নাকি ভিত।।
কবিতা লেখা খুব দুরূহ
লিখতে বসে বুঝি,
মাত্রা ছন্দে দ্বন্দ্বে মরি
আছে অল্প পুঁজি।।
পড়ালেখা গান কবিতা
সব কিছুই বাজে,
মার কাছে রান্না শিখলে
সেটা আসতো কাজে।।
রান্না ঘরে মসলা দেখে
আমার জীবন নাশ,
সরষা জিরা পাঁচ ফোড়ন
মিলে হয় বিনাশ।।
দুত্তরি ছাই নাচটা ভালো
নাচবো ধিনাক ধিনাক,
গানের তালে মিলাবো পা
সবাই হবে অবাক।।
নাচের মুদ্রার নাম শুনলে
মাথা চক্কর মারে
নাচতে হবে তবলার বোলে
কেমনে এসব পারে।।
কোন কাজই নয়তো সহজ
চেষ্টা করতে হয়,
ধৈর্য্য যদি থাকে সাথে
অবশ্যই হবে জয়।।
আপনার মন্তব্য লিখুন