ঢাকাবুধবার , ২ মার্চ ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকতা শুধু পেশা নয়,একটি ব্রত: জেলা প্রশাসক আবু জাফর!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ,নিজস্ব প্রতিবেদকঃ দেশের গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে বহুমাত্রিক ও গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।

লালমনিরহাট প্রেসক্লাবে বুধবার (২ মার্চ) দুপুরে দেশের জনপ্রিয় দৈনিক সময়ের আলো পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এসব কথা বলেন।

সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়নের সঞ্চালনায় আবু জাফর আরো বলেন, “আমরা একটি গণতান্ত্রিক-বহুমাত্রিক সমাজে বসবাস করি, এই সমাজের দর্পন হচ্ছে গণমাধ্যম, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সুতরাং গণমাধ্যম যখন সঠিকভাবে কাজ না করে তখন বহুমাত্রিক সমাজ ও গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান।


আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃআশরাফ হোসেন বাদল, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, লালমনিরহাট জেলা জেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স,আদিতমারী প্রেসক্লাবের সভাপতি সুলতান আহমদ, নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন