ঢাকামঙ্গলবার , ১৮ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকরা আমার একটা ‘চুল’ ছিড়ে দেখাও: নোবেল! অতঃপর ক্ষমা চাইলেন নোবেল!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ১৮, ২০২১ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক।। ঈদের দিন (১৪ মে) থেকে নানা আলোচনা-সমালোচনার মধ্যে ছিলেন তরুণ কণ্ঠশিল্পী নোবেল। শেষ সোমবার (১৭ মে) তার নামে জিডিও হয়। তার একদিন পর নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে জানালেন, এমন ভুল আর হবে না।

কিছুটা কষ্ট নিয়ে তিনি লেখেন, ‘রোড এক্সিডেন্টের পর আমাকে কেউ একবার কল করে খবর নিল না। নিজের আবেগ আসলে ধরে রাখতে পারি নাই। আমি মাত্র ২৪ বছর বয়সী একজন তরুণ শিল্পী। আমিও তো দেশের জন্য সুনাম কুড়িয়ে এনেছি।’

ভুলের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমি না হয় ভুল করব। সেগুলি ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সেখানে অনেকেই আমাকে প্রতিনিয়ত হেয় করছেন। তাই আসলে রাগ সামলাতে পারিনি।’

শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে লেখেন, ‘আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে কথা দিচ্ছি পরবর্তীতে এরকম ভুল আর হবে না… সবাইকে ভালোবাসা… ঈদ মোবারক।’

সাংবাদিককে তুলে নিয়ে আসার হুমকি দিয়েছিলেন নোবেল। স্ট্যাটাসে লিখেছিলেন ‘‘পৃথিবীর সমস্ত সাংবাদিকদের ওপেন চ্যালেঞ্জ! আমার একটা ‘চুল’ ছিড়ে দেখাও! প্লিজ, অনেক দিন ‘চুল’ কাটি নাই।’’

এ ছাড়া ঈদের দিন শুক্রবার (১৪ মে) থেকেই ভেরিফেইড ফেসবুক হ্যাকড হওয়া, সুরকার আহমেদ হুমায়ূনের ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকি, নিজের মৃত্যুর তারিখ ঘোষণা, গানের ইতি টানার পোস্টে সয়লাব ছিল তার পেজ।

আপনার মন্তব্য লিখুন