জয়ন্ত সাহা যতন, স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্যালো মেশিন ও পাইপ জব্দ এবং বালু বিক্রেতাকে জরিমানা করেছেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ।
১৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে স্থানীয় সংবাদের ভিত্তিতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রাম থেকে পাইপসহ ভ্রাম্যমান আদালতে স্যালো মেশিন জব্দ এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু বিক্রেতা মোছাঃ নারগিস বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন বিচারক।
এ সময় সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জানান উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন