জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জে একই দিনে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের স্কুলের বাজার সড়কে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় নিহত হয় নাঈমা আক্তার (৫) নামে এক শিশু। সে উপজেলার সোনারায় ইউনিয়নের মধ্য শিবরাম গ্রামের নাজমুল হাসান’র মেয়ে। এলাকাবাসী জানায় শিশুটি রাস্তার পাশে খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে।
অন্য দূর্ঘটনাটি ঘটে উপজেলার সর্বানন্দ ইউনিয়নে উত্তর সাহাবাজ গ্রামে।
সেখানেও ব্যাটারি চালিত অটোর চাপায় কেয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বামনডাঙ্গা টু নলডাঙ্গা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের কাদের মিয়ার মেয়ে।
এলাকাবাসী জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোর চাপায় পড়ে,এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়.
এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ বা মামলা করা হয়নি।