রাশেদুল ইসলাম রাশেদ, স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৌর বয়েজ মিনি ষ্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় বামনডাঙ্গা ইউনিয়ন একাদশ সুন্দরগঞ্জ পৌরসভাকে ০-১ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে বামনডাঙ্গা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্তি মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু,ভালোবাসি সুন্দরগঞ্জের প্রতিষ্ঠাতা- সভাপতি ও সুন্দরগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা,উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।