সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে ১৫ মাস বয়সি আয়াত মিয়া নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে । মঙ্গলবার দুপুরে উপজেলার রামডাকুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আয়াত মিয়া সুন্দরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মোঃ সাদিক সরকারের ছেলে।
জানা গেছে, ওই শিশুর মা আমেনা বেগম টিউবওয়েল পাড়ে বালতিতে কাপড় ধোয়ার পর শিশুটিকে টিউবওয়েলের কাছে রেখে সেগুলো রোদে শুকাতে নিয়ে যায়। কিছুক্ষণ পর এসে দেখে ভরা বালতিতে শিশুটি উপর হয়ে পড়ে আছে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে শিশুটিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন