শফিকুল ইসলাম অবুঝ,স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত ওমর আলীর ছেলে সুজাউদ্দৌলা নজরুল ইসলাম খোকা(৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…… রাজিউন)।
রবিবার বিকেল সাড়ে ৪টায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ১৯৮৪ সাল হতে ১৯৮৯ সাল পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বিগত ২০১৪ সালের ৯ মে মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। এ ব্যাপারে আ’লীগ নেতা নজরুল ইসলামের বড় ভাই, তারাপুর ইউনিয়নের বর্তমান আওয়ামী লীগ সভাপতি শামসুল হক বলেন, আজ বিকেলে হাসপাতালে নেওয়ার সময় সুুুুজাউদ্দৌলা নজরুল ইসলাম খোকা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়।