যশোর প্রতিনিধি:- যশোরে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত সহপাঠী।
রোববার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার এনায়েতপুর এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে এনায়েতপুর এলাকায় বাড়ির পাশের একটি মাঠে মোবাইলে গেমস খেলছিল নবম শ্রেণির ছাত্র রাকিব। এ সময় গেমস খেলাকে কেন্দ্র করে তার সঙ্গে প্রতিবেশী সোহানের কথা-কাটাকাটি হয়। ঘটনার একপর্যায়ে রাকিবকে ছুরিকাঘাত করে সোহান। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে
আপনার মন্তব্য লিখুন