ঢাকামঙ্গলবার , ২৩ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে পাগলা নবাব!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২৩, ২০২১ ২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক।। ‘পাগলা নবাব’ নামে একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাব নাসিম খাঁন এবং লাফিজা লিও । রাশেদুল ইসলাম রাশেদ রচিত ও পরিচালিত নাটকটি আড্ডা মিডিয়া ৭১ এর ব্যানারে নির্মাণ করা হয়েছে। ২০২১ সালে এই জুটির প্রথম প্রচার প্রতীক্ষিত কাজ হিসেবে চূড়ান্ত হয়েছে নাটকটি। নাটকটি ২৬শে মার্চ মুক্তি পাবে Adda media 71 ইউটিউব চ্যানেলে।

নাটকের গল্পে নবাব নাসিম খাঁনকে দেখা যাবে পাগল স্বভাবের এক যুবকের চরিত্রে। সে মূলত পড়াশোনা শেষ করে চাকুরী না পেয়ে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে হতাশ হয়ে পাগল হয়ে যায়! অন্যদিকে লাফিজা লিও কে দেখা যাবে নবাবকে একটি চাকরি সংগ্রহ করে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। কারণ লাফিজা কখনোই নবাবকে হারাতে চায় না! যদিও নাটকে নবাব পাগল হয়ে লাফিজাকে চিনতেই পারে না। অন্য দিকে নবাব পাগল হয়ে পাড়া-মহল্লার সকলকে উত্ত্যক্ত করে। ভিন্ন স্বভাবের এ দু’জন। যার শুরুটা হয় লাফিজা নবারের প্রেমিকা হওয়া সত্ত্বেও, লাফিজাকে আপা বলে ডাকা এবং নবাব বেকার কিন্তু সে দাবি করে তার নিজেরি অফিস আছে। তার অফিসে সে বস সে কর্মচারী; নবাব কাউকে চাকরি দেবে না ।

পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন,নাটকটি একটু ভিন্নভাবে সেট করার চেষ্টা করেছি। এটা মূলত বেদনাদায়ক নাটক । নবাব ও লাফিজার পূর্ণ সহযোগিতা পেয়েছি নাটকটিতে। স্বাধীনতা পেয়েছি প্রযোজক শেখ রাসেল ও আহনাফ ইসলাম মিশুর কাছ থেকেও। নাটকটি সবার ভালো লাগবে বলে আশা করি।

আপনার মন্তব্য লিখুন