ময়মনসিংহ প্রতিনিধি।। ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের সাতাইশ কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের সাতাইশ কাউনিয়া গ্রামের শামসুল হকের পুত্র বিল্লাল হোসেন (২৫) গত বুধবার রাত ৭টার দিকে বাড়ির পাশে চালতা গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। স্বামীর আত্মহত্যার খবর শুনে রাত ৯টার দিকে বিষপান করে তার স্ত্রী তাসলিমা খাতুন (২০)। মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, পারিবারিক কলহের জেরে দম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ মেডিকেলে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় হালুয়াঘাট থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।