ঢাকামঙ্গলবার , ৮ জুন ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন বানিয়াচং ফুটবল একাদশ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৮, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ (বালক) টুর্নামেন্টে হবিগঞ্জ জেলায় চ্যাম্পিয়ন হয়েছে বানিয়াচং উপজেলা ফুটবল একাদশ মঙ্গলবার (৮ জুন) দুপুর ১টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সদর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে বানিয়াচং ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মােহাম্মদ উল্ল্যাহ বিবিপএম-পিপিএম এর আগে গত সােমবার বাহুবল একাদশ কে ১-০ গােলে হারিয়ে বিজয়ী হয় বানিয়াচং অনূর্ধ্ব-১৭ একাদশ ফুটবল দল।

এদিকে ফাইনাল খেলায় সদর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় দলের কর্মকর্তা, কলাকুশলীসহ সকল খেলােয়াড়দেরকে ধন্যবাদ জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। বিভাগীয় পর্যায়েও যেন এ ধারাবাহিকতা বজায় থাকে সেই আশা ব্যক্ত করেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন