আশরাফুল হক, লালমনিরহাট
দুই প্রতারক চক্রের হোতাকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা পুলিশ। এ ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধা থানায় প্রেস ব্রিফিং করেছেন। রবিবার (১ আগস্ট) দুপুরে হাতীবান্ধা থানার ওসির রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার। লিখিত বক্তব্যয় বলা হয়, প্রতারক সোহেল মিয়া ও রফিকুল ইসলাম দুই ট্রাক ভুট্টা আত্মসাত করেন। লালমনিরহাট পুলিশ সুপার এসপি আবিদা সুলতানা ও হাতীবান্ধা থানা পুলিশ কঠোর পরিশ্রম করে সোহেল মিয়াকে জামালপুর জেলার মাদাগঞ্জ থেকে ও রফিকুল ইসলামকে রংপুর মিঠাপুকুর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য আজকের এই প্রেস ব্রিফিং করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই আংগুর, এসআই মিজান প্রমুখ।