চট্টগ্রামের আদালতে হাজিরা দিতে এসে এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. ইছহাক (৬৫)।
বুধবার (৬ জানুয়ারি) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে হঠাৎ করে তিনি মারা যান।
মৃত মো. ইছহাক ফটিকছড়ি থানাধীন উত্তর কাঞ্চননগর দুল্যাছড়ি এলাকার ফকির আহমেদের ছেলে। তিনি বন বিভাগের ২০১৮ সালের একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন।
নগরীর কোতয়ালী থানার ওসি মো. মহসিন জানান, বন বিভাগের একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এ সময় তিনি এজলাসের বাইরে পায়চারি করছিলেন। হঠাৎ করেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে পরে যান ষাটোর্ধ ইছহাক। হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন