স্টাফ রিপোর্টার।। ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ভারতের পক্ষ থেকে ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ করোনা টিকা উপহার দেয়া হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সমঝোতা স্মারক পাঁচটিতে সই করেন দুই দেশের প্রতিনিধিরা।
এর মধ্যে আছে:
০১. দুর্যোগ ব্যাবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা
০২. দুই দেশের জাতীয় ক্যাডেট কোরের মধ্যে পারস্পরিক সহযোগিতা
০৩. বাণিজ্যিক বাধা দূরীকরণে সহযোগিতা
০৪. তথ্যপ্রযুক্তিগত সহযোগিতা
০৫. রাজশাহী কলেজ মাঠে ক্রীড়া সুযোগ তৈরি।
আপনার মন্তব্য লিখুন