ঢাকাশুক্রবার , ৯ এপ্রিল ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

হুজুর, দয়া করে আপনার লাইভ-লাইভ খেলা বন্ধ করেন!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ৯, ২০২১ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিদিনের বাংলাদেশ।। হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ফেসবুক লাইভ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অনেকে। অনেকে আবার মামুনুল হকের ফেসবুক লাইভের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তেমনি একজন শফকত হোসাইন চাটগামী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘হুজুর! দয়া করে আপনার লাইভ লাইভ খেলা বন্ধ করেন, এসব আর ভালো লাগে না!’
তার ফেসবুক পোস্টটি হুবহু ধরে হলো:-

হুজুর! দয়া করে আপনার লাইভ লাইভ খেলা বন্ধ করেন, এসব আর ভাল লাগে না!
#শফকত হোসাইন চাটগামী
এবার নিজেই প্রকাশ করে দিলেন, আমেনা তৈয়বা প্রথম স্ত্রী আর জান্নাত আরা ঝর্ণা ২য় স্ত্রী। ভাইরাল ভিডিও আর ছবিগুলো ২য় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার।
তার মানে কোন কোন অতি ভক্তরা যে বোরকার রং, বাথরুমে কেন ভিডিও রেকর্ড, ছাত্রলীগ নেতার স্ত্রীর ছবি বলে ফেসবুক মাতিয়েছিল আজ সবার মুখে চুনকালি লাগিয়ে দিলেন!
তাছাড়া কল রেকর্ডগুলো নিয়েও ভক্তদের নানা লেখালেখি এক প্রকার মাটি করে দিলেন তিনি। কল রেকর্ডগুলোও তার নিজের। এটি ফাঁস করার কারণে প্রাইভেসি নষ্ট করার অপরাধে মামলা করবেন তিনি। এসব কথা আজকের লাইভেই স্বীকার করেছেন হুজুর!!!

#আমরা বলছিলাম, কল রেকর্ড বানানো, তিনি বললেন এগুলো তার নিজস্ব বিষয়, ফাঁস কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তার মানে ফাঁস হওয়া কল রেকর্ডগুলো সত্য।
আমরা বলেছিলাম, নীল বোরকাওয়ালী পতিতা বা ছাত্রলীগ নেতার বউ! তিনি বললেন, তার স্ত্রীর ছবি যারা ফাঁস করেছে তাদের বিরুদ্ধেও মামলা করবেন। কালো বোরকা বলেন আর নীল বোরকা বলেন মহিলা একজনই।

তবে পরিস্থিতির কারণে ২য় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার নাম না বলে প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা বলেছিল। রিসোর্টের বালামেও আমেনা তৈয়বা লিখেন। মোটামোটি আমরা যা বলছিলাম সেগুলো নাকচ করে হুজুর ৭১ টিভির গুলোই আজকের লাইভে স্বীকার করে নিলেন, তাই নয় কি!!
আসলে এই মুহুর্তে আপনি যত কম কথা বলেন ততই নিরাপদ। নিজেও বাচুন আলেম ওলামার ইজ্জতও আর জলাঞ্জলি দিয়েন না প্লীজ!!”

আপনার মন্তব্য লিখুন