হৃদয়ের সুখ
এম এ আহাদ
হৃদয় খোলে হর্ষে দোলে
চাই বলিতে কথা,
মনের মাঝে সকাল সাঁঝে
ভাবটি রাখি যথা।
সবার সাথে দিবস রাতে
কাটাই আমি বেলা,
ঝগড়া তরে মনের ঘরে
হয় না কভু খেলা।
মনের সুখে নিজের মুখে
থাকি কতোই গানে,
দুঃখ যতো নষ্টে ততো
ভাসি সুখের বানে।
এমন খেলা হয় না হেলা
আমার কোনো কালে,
তাতেই আমি হই যে দামি
সদা জীবন হালে।
সুখে আমায় খুঁজে থামায়
এমন চলা তরে,
তাহার সনে চায় সে মনে
রাখতে মোরে ধরে।
আপনার মন্তব্য লিখুন