নিজস্ব প্রতিবেদক
শ্রমিকদের কর্মস্থলে আসার জন্য গণপরিবহন চলাচলের নির্ধারিত ১৬ ঘণ্টা শেষে আবার বন্ধ করে দেওয়া হয়েছে৷ এর অগে শনিবার রাতে জানানো হয়, রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালু থাকবে।
নির্দেশনা অনুযায়ী, শনিবার রাত থেকেই রাজধানীসহ দেশে আন্তঃজেলা পরিবহন চলাচল শুরু হয়। আজ রবিবার বেলা ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচল করে। ১২টার পর টার্মিনাল থেকে সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যেসব পরিবহন ১২টার আগে টার্মিনাল ছেড়ে গেছে, তারা সবশেষ স্টপেজ পর্যন্ত গাড়ি চালাতে পারবে।
এছাড়া গণপরিবহন চালুর সিদ্ধান্ত ঘোষণার আগে শনিবার সন্ধ্যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা ও শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রবিবার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চালুর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।