রাকিব হোসেন->> ফেনীতে ‘২য় বিয়ে উৎসব’র উদ্বোধন হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশনে ‘বিয়ের বাজার একসাথে, প্রানের শহর ফেনীতে’ এই শ্লোগানকে ধারন করে তিনদিন ব্যাপী বর্ণিল আয়োজনে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
আপন ইভেন্টেসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কেবিএম জাহাঙ্গীর আলম, সময় টিভি ফেনী ব্যুরো চীফ বখতেয়ার ইসলাম মুন্না, ১০নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর খালেদ খান, ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক ফরিদ উদ্দিন পাঠান, সোনালী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী জালাল উদ্দিন বাবলু। স্বাগত বক্তব্য রাখেন আপন ইভেন্টসের পরিচালক শরিফুল ইসলাম অপু।
উৎসবে ৩৫টি স্টল অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলছে উৎসব। কেনাকাটা ছাড়াও থাকছে ব্যান্ড ফেনীয়ান, হ্যাভেনস ডোর এর ব্যান্ড পরিবেশনা। আরো থাকছে ব্রাইডাল র্যাম্প শো, কাপল শো, কাছে আসার গল্প, নৃত্য, কৌতুক, নাটিকা, গান পরিবেশন, ফটো কনটেস্ট সহ নানা চমকপ্রদক ইভেন্ট। উৎসবের মেলায় থাকছে অনলাইন উদোক্তাদের বিভিন্ন স্টল। প্রথম দিনেই ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। এতে কয়েক হাজার দর্শনার্থী অংশগ্রহণ করেন।
আপন ইভেন্টসের পরিচালক শরিফুল ইসলাম অপু প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, মূলত বিয়ে সংক্রান্ত জিনিসপত্র, কমিউনিটি সেন্টার, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফুল, শেরোয়ানি, ক্যাটারিং, হোম মেইড ফুড, রেস্টুরেন্ট, পার্লার, জুয়েলারি, কাপড়, কসমেটিক্স, সাজসজ্জা, ফটো-ভিডিও, আসবাবপত্র, ডেকোরেশন সহ ঘরে বসে তৈরী করা ও সংগৃহীত সৌখিন জিনিসপত্রের প্রদর্শনী হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে শহীদ জহির রায়হান হল মাঠে ‘বিয়ে উৎসব’র আয়োজন করা হয়েছিলো।