মনজু হোসেন, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে ৬৭ লক্ষ টাকায় ছিটমহলে নির্মিত কমিউনিটি সেন্টারটি এখন সাবেক ছিটমহল চেয়ারম্যান আব্দুল খালেকের গোয়াল ঘর। রাখা হয়েছে হাঁস- মুরগি, ও খড়-কুটো। কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় কমিউনিটি সেন্টারটি নষ্ট হয়ে যেতে বসেছে।
স্থানীয়রা জানান, গত কয়েক বছর আগে লাখ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে কমিউনিটি সেন্টারটি। বর্তমানে ওই কমিউনিটি সেন্টার গোয়াল ঘরে পরিণত হয়েছে। সাবেক ছিটমহলের চেয়ারম্যান আব্দুল খালেক তার গরু-ছাগল,হাঁস মুরগি,খর – খুটা ওই কমিউনিটি সেন্টারে রাখেন। এতে গরু-ছাগলের মল-মূত্রে কমিউনিটি সেন্টারটি নষ্ট হয়ে যেতে বসেছে।
জানা যায়, বিলুপ্ত ছিটমহল প্রকল্পের আওতায় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ ছিটমহলে কমিউনিটি সেন্টারটি ২০১৭-১৮ অর্থ বছরে ৬৭ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে করেন। নির্মাণ কাজ শেষ করে বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। পরে তিনি জমি দাতার কাছে দেখভাল করার জন্য দায়িত্ব দেন।
এবিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পঞ্চগড়, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ জানান, নির্মাণ কাজ শেষ করে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। দেখ-ভাল দায়িত্ব তাদেরই।