বিনোদন প্রতিবেদক।। বলিউডের আলোচিত অভিনেত্রী ও আইটেম কন্যা রাখি সাওয়ান্ত। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আলোচনায় আসেন এ অভিনেত্রী।
এবার রাখির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন দিল্লির এক ব্যক্তি।
শৈলেশ শ্রীবাস্তব নামে ওই ব্যক্তি অভিযোগ করেন, ২০১৭ সালে রাখি সাওয়ান্তের ভাই রাকেশ সাওয়ান্ত এবং তার এক বন্ধু রাজ খতরির সঙ্গে পরিচয় হয়। স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিমের জীবন নিয়ে ছবি তৈরি করবেন বলে তারা স্থির করেন। সিনেমার পাশাপাশি দিল্লির বিকাশপুরীতে একটি নাচের সংস্থা খোলা হবে বলেও তারা সিদ্ধান্ত নেন। তাদের ওই সংস্থায় রাখি সাওয়ান্তও থাকবেন বলে তাকে কথা দেন রাজ খতরিরা।
এর পাশাপাশি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী শৈলেশ শ্রীবাস্তবের কাছ থেকে রাখির ভাই এবং রাজ ৬ লাখ রুপি ধার করেন। ব্যবসা করে শৈলেশ শ্রীবাস্তবকে ৭ লাখ রুপি তারা ফেরত দেবেন বলেও জানানো হয়। তার অভিযোগ, কথা দেওয়ার পর রুপি নিয়ে চম্পট দেন রাকেশ সাওয়ান্ত এবং রাজ খতরি।
এ ঘটনায় রাকেশ সাওয়ান্ত এবং রাজ খতরিকে পাওনা অর্থ ফেরতের জন্য একাধিকবার ফোন করেন ভুক্তভোগী ওই ব্যক্তি। এরপর কোনো সমাধান না পেয়ে তিনি রাখি-সহ ৩ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করেন।
এর আগে রামায়ণ মহাকাব্যের রচয়িতা বাল্মীকিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় রাখিকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। সূত্র: জিনিউজ