ঢাকামঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় শিক্ষিকার গোসলের দৃশ্য ধারণের অভিযোগে যুবক গ্রেফতার!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২১, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধিঃ প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার গোসলের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগে গাইবান্ধার ফুলছড়িতে সাজু শেখ (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ ডিসেম্বর) ফুলছড়ির গলনা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাজু শেখ ওই গ্রামের ফজল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলী জানান, শিক্ষিকার স্বামীর দায়ের করা মামলায় সাজু শেখকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ তাকে আদালতে পাঠানো হবে।

মামলার বরাত দিয়ে তিনি জানান, সোমবার সকালে গজারিয়া গ্রামের ভাড়া বাসার গোসলখানায় গোসল করছিলেন ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা। এসময় পাশের ইউনুছ আলীর বাড়ির একটি ঘর থেকে সাজু শেখসহ অজ্ঞাত ২-৩ জন যুবক মোবাইল ফোনে গোসলের ভিডিও ধারণ করে। ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেয় শিক্ষিকা। পরে আশেপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় ভিডিও ধারণকারীরা যুবকরা। এ ঘটনায় শিক্ষিকার স্বামী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে ভিডিও ধারণকারীদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে দুপুরে ফুলছড়ি বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন