ঢাকারবিবার , ২৬ ডিসেম্বর ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে নৌকায় সিল মারতে বাধ্য করার অভিযোগ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২৬, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আঃ হামিদ মোল্লা,টাঙ্গাইলঃ টাঙ্গাইলে চলমান চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মতিন সরকারের পক্ষে প্রকাশ্যে সিল মার ভোটারদের বাধ্য করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে। আজ রোববার (২৬ ডিসেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার ১০৫ নং বঙ্গবন্ধু পূর্ব পুনবার্সন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

অভিযোগ রয়েছে, প্রিজাইডিং অফিসারকে বিষয়টি বারবার অবগত করেও কোন কাজ হয়নি। ভোটাররা জানান, প্রভাবশালী প্রার্থীদের এজেন্টদের ইশারায় প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা হচ্ছে। অন্যথায় তারা হুমকি ধামকি দিচ্ছে।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার খায়রুল ইসলাম জানান, এ কেন্দ্রে ৩১৮৫ জন ভোটার রয়েছে। প্রকাশ্যে সিল না মারার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের বের করে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি উপজেলায় র‍্যাব এবং ডিবির টিমও কাজ করছেন। আশা করছি বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠ হবে।

আপনার মন্তব্য লিখুন