ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ২৭, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধিঃ নাটোরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও জন সমাবেশে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। পরে বিস্ফোরিত ককটেলের আলামতসহ অবিস্ফোরিত আরও দুটি ককটেল উদ্ধার করে পুলিশ।
Add 99999
শনিবার (২৭ মে) সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ দুটি বিস্ফোরিত ও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জন সমাবেশের প্রস্তুতি চলছিল। এ সময় জন সমাবেশ ভন্ডুল করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদের সমাবেশস্থলসহ আশেপাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের সমাবেশ আসার পথে প্রতিটি মোড়ে মোড়ে বাধা দেয়াসহ মারধর করা হয়। পরে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলের পাশে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। পরে বিএনপি নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে চলে যায়।

সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন