ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ইউপি সদস্যদের কর্মবিরতি

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
অক্টোবর ৬, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মো,সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের সদস্যরা পরিষদের যাবতীয় কার্যক্রম বিরতি রেখেছেন। বৃহস্পতিবার (৬অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।বিষয়টি সুরহা না হলে সাত দিন পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।এতে হয়রানি হচ্ছে সেবা প্রার্থীরা।


জানা যায়, মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে জেলা পরিষদের একজন চেয়ারম্যান পদ প্রার্থীসহ ইউপি সদস্যরা মতবিনিময় করছিলেন।এসময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো.তোফায়েল প্রধান জানতে পেরে ইউপি সদস্যদের সাথে মুঠোফোনে অসৌজন্যমূলক আচরণ করেন।এতে ক্ষিপ্ত হয়ে আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে তারা পরিষদের যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকেন।

সেবা প্রার্থী লিহাজ উদ্দিন ও এনামুল হক জানান,ওয়ারিশন সনদের জন্য পরিষদে গেছিলাম কিন্তু কোন মেম্বারকে পাইনি।
কয়েকজন ইউপি সদস্য বলেন,আমরা চেয়ারম্যানের কক্ষে বসে জেলা পরিষদের একজন চেয়ারম্যান পদ প্রার্থীর সাথে মতবিনিময় করছি। এতে চেয়ারম্যান আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।বিষয়টি সুরহা না হলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাব।


ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তোফায়েল প্রধান জানান,আমাকে না জানিয়ে আমার কক্ষে বসার কারনে বলেছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক জানান,বিষয়টি জানা নাই,তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন