ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে কৃষকের ভুট্টা কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ১৯, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টিতে জমির পাকা ভুট্টা তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পঞ্চগড় সদর উপজেলার ৩ নং সদর ইউনিয়নের কৃষক কালাম মিয়া। বিষয়টি জানতে পেরে প্রায় ২ বিঘা জমির ভুট্টা কেটে বাড়ি পৌঁছে দিলেন পঞ্চগড়ে ছাত্রলীগের নেতৃত্বে নেতাকর্মীরা কৃষক কালাম মিয়ার জমির পাকা ভুট্টা কেটে বাড়িতে পৌঁছে দেন।

ভুট্টা কাটা ও বাড়ি পৌঁছে দেওয়ায় জেলা ছাত্রলীগ নেতাদের পাশাপাশি অংশ নেন সদর ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে এ কর্মসূচি পালন করেছেন তারা

পঞ্চগড় জেলা ছাত্রলীগের নেতারা জানান, করোনাকাল থেকেই ছাত্রলীগ এই কার্যক্রম হাতে নেয়। তখন পঞ্চগড় সহ সারাদেশে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছিল।

এ অবস্থায় যখন কৃষকরা তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে তাদের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় এবছরেও কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে ধান ও ভুট্টা সহ কৃষি খামারের বৈষম্য, কাটা কর্মসূচি ঘোষণা করে।

সেই কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা ছাত্রলীগ এই উদ্যোগ নেয় এবং তা বাস্তবায়ন করে।

জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নোমান হাসান ও তৌফিক হাসান লাবিব, সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ, ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়ন শাখা।

মৃদুল প্রধান, সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ, ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়ন শাখা জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের ভুট্টা মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ভুট্টা না উঠা পর্যন্ত জেলা ছাত্রলীগের আওতাধীন সব উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচি পালন করবে।

এদিকে দরিদ্র কৃষকের জন্য এমন তৎপরতায় প্রশংসা ভাসছেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিশেষ করে পঞ্চগড় সদর উপজেলাজুড়ে সাধারণ মানুষ, কৃষকসহ সচেতন মহল তাদের ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতেও অসহায় মানুষের পাশে তারা এমন নির্ভরশীলতার প্রতীক হয়ে দাঁড়াবেন বলেই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আপনার মন্তব্য লিখুন