ঢাকারবিবার , ২৯ জানুয়ারি ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবিতে শিক্ষক সমিতির নির্বাচন আজ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ২৯, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

রিশাদ হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ক্লাবে সকাল ১০ টা থেকে এ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে।
Add 99998
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারের নির্বাচনে ১৫ টি পদে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে মোট ৩০ জন প্রতিদ্বন্দীতা করছেন।

নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য থেকে সভাপতি পদে ড. মো: সালেহ আহমেদ, সহ সভাপতি পদে মো: ফায়েকুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক পদে জাকিয়া সুলতানা মুক্তা, কোষাধ্যক্ষ পদে ড. মো: গোলাম ফেরদৌস, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মোঃ বদরুল ইসলাম,
প্রচার সম্পাদক পদে ড. আরিফুজ্জামান রাজীব এবং দপ্তর সম্পাদক পদে মোঃ সোলাইমান হোসাইন প্রার্থী হয়েছেন।

এছাড়া, সদস্য পদে প্রার্থী হয়েছেন হাবিবুর রহমান, মোঃ আব্দুর রহমান, ছায়েদা মাহমুদা, ড. মোহাম্মদ আলী খান, শামস্ আরা খান,ড.সমীর চন্দ্র রায়, মানসুরা খানম এবং মোঃ মর্তুজা আহমেদ।

এদিকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে সভাপতি পদে ড. মোহাম্মদ কামাল হোসেন, সহ সভাপতি পদে ড. মোঃ আব্দুল্লাহ আল আসাদ, সাধারন সম্পাদক পদে মাহবুব আলম, কোষাধ্যক্ষ পদে ড. মোঃ শরাফত আলী, যুগ্ম-সাধারন সম্পাদক পদে ইমদাদুল হক শরীফ,প্রচার সম্পাদক পদে সানিয়া আক্তার এবং দপ্তর সম্পাদক পদে মোঃ এমদাদুল হক প্রার্থী হয়েছেন।

এই প্যানেল থেকে সদস্য পদে প্রার্থী হয়েছন, ড. মোঃ আব্দুল আলীম, সোহানা সুলতানা, মোঃ মঈনুল ইসলাম, মোঃ মেহেদি হাসান বাবু, রুবাইয়াৎ সাব্বির, মো: গোলাম সারোয়ার, মরিয়ম খাতুন এবং ডা. মোছাঃ হুর-ই-জান্নাত।

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণকারী মোহাম্মদ কামাল হোসেন বলেন, “নির্বাচন কমিশনারের আহবানে আমরা ভোটগ্রহণ এর আগেই কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর ব্যবস্থাপনা করেছে নির্বাচন কমিশনার। তিনটি বুথ করা হয়েছে।’

এসময় তিনি আরও বলেন, ‘খুব সুন্দর পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সবাই আনন্দ উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি। নিরাপত্তা জনিত কোন সমস্যা হচ্ছে না। আশা করি আমরা পূর্ণ প্যানেলে জয়লাভ করবো।’

প্রধান নির্বাচন কমিশনার ড. নিশীথ কুমার বলেন, ‘সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। সকলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সবাই ভোট প্রদান করছে।’

আপনার মন্তব্য লিখুন