ঢাকাবুধবার , ৭ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল ম্যানেজার-নার্সের ঘনিষ্ঠ দৃশ্য, ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৭, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হক,ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে: ব্রাহ্মণবাড়িয়ার যমুনা হাসপাতালের মার্কেটিং ম্যানেজার রিপনের অপকর্ম ঢাকতে গিয়ে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ভুয়া ফেসবুক পেইজ তৈরি করে বুস্ট এর মাধ্যমে সামাজিক যোগাযোগে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ৯ এপ্রিল সাপ্তাহিক পত্রিকা সত্যের দিগন্ত ও ১৭ এপ্রিল তেপান্তর অনলাইন পত্রিকায় রিপনসহ তার পরকীয়া আসক্ত নার্সের সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়া সমালোচনার ঝড় ওঠে, স্থানীয় পত্রিকায় অভিযোগের ভিত্তিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক যমুনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম রিপন ও নার্স সুমি আক্তারের অনৈতিক কর্মকাণ্ড সাংবাদিকরা জেনে ফেলায় সাংবাদিক হালিমা খানম কে হত্যার হুমকি দেয়ায ও বিভিন্ন মাধ্যমে মানহানি করায় তাদের দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় ।

অভিযোগ সূত্রে জানা যায় ১ নং বিবাদী সুমি আক্তারের সাথে গত এক বছর আগে সাবলেট রুমমেট হিসেবে ভাড়া বাসায় থেকে পরিচিত হয় । অপরদিকে ১ নং বিবাদী ২ নং বিবাদীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন, তার সুবাদে অভিযোগকারী হালিমা খানমের অজান্তে বিভিন্ন সময় যমুনা হসপিটালের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম রিপন ও সুমি আক্তারের সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য মাঝে মধ্যেই ভাড়া বাসায় আসা-যাওয়া করতো । তৎসময় বিষয়টি অভিযোগকারী হালিমা খানম ও পার্শ্ববর্তী প্রতিবেশীদের দৃষ্টিকটু হলে উক্ত বাসা ছেড়ে হালিমা খানম চলে আসে । পরবর্তীতে সাইফুল ইসলাম রিপন ও সুমি আক্তারের কিছু আপত্তিকর ছবি, অন্য গণমাধ্যম কর্মীদের হাতে গেলে তাতে আক্রোশে যমুনা হসপিটালের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম রিপন গত ৩ এপ্রিল রাত ৯ টা ১৬ মিনিটে তার মোবাইল থেকে হালিমা খানম কে হুমকি-ধমকি প্রদান করেন।

হালিমা খানমের বিরুদ্ধে সামাজিকভাবে বিভিন্ন মানহানিকার বক্তব্য প্রদান করে আসছে ওই ম্যানেজার। তারই সুবাদে হালিমা খানম ক্লিনিকের ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় জমা দেন।

সরেজমিনে জানা যায় , সুমি আক্তারের ওই সব বিষয়ে জানাজানি হলে অন্য এক হসপিটাল চাকরি থেকে নার্স সুমিকে বের করে দেন। আরো জানা যায়-বাড়ি সরাইল উপজেলা বাড়িউড়া উত্তরপাড়া ফরিদ মিয়ার মেয়ে সুমি আক্তার, স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ পূর্বপাড়া শমসের মিয়ার ছেলে মুক্তা হোসেনের স্ত্রী। সংসার জীবনে সুমি আক্তার দুই সন্তানের জননী। অন্যদিকে যমুনা হসপিটালের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম রিপনের খোঁজখবর নিয়ে জানা যায়, যমুনা হসপিটালের এমডি জুলফিকার আলীর আপন ভায়রা তিনি। সেই সুবাদে যমুনা হসপিটালে তার বিস্তর প্রভাব তৎসময়ে সুমি আক্তার যমুনা হসপিটালের চাকরিরত অবস্থা থাকাকালীন তার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। জানা যায় সাইফুল ইসলাম রিপনের বাড়ি বিজয়নগর উপজেলা বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামে। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলায় বৈবাহিক সূত্রে শ্বশুরবাডী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

হাসপাতালের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা: মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, এমন অনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
আশরাফুল হক/আরইসআর

আপনার মন্তব্য লিখুন