ঢাকাশনিবার , ৬ আগস্ট ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ভাবতেছি গাড়ি বিক্রি করে সাইকেল কিনবো: মৌমিতা মৌ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ৬, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ,বিনোদন প্রতিবেদকঃ গতকাল শুক্রবার রাত ১২টার পর থেকে সারা দেশের ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তারই প্রভাব পড়েছে দেশের প্রায় প্রতিটি তেলের পাম্পে। এদিকে ঘোষণার পর থেকে দেশের প্রায় অধিকাংশ জ্বালানি তেলের পাম্প রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বন্ধ রাখেন মালিকরা। অনেক ক্রেতারা তেল নিতে এসে পাম্প বন্ধ থাকায় ফিরে যেতে হয় বলে অভিযোগ করেন।

হঠাৎ তেলের মূল্য বৃদ্ধিতে রাতেই সারাদেশে মশাল মিছিলসহ বিক্ষোভ ও প্রতিবাদ জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। তেলের মূল্য বৃদ্ধিকে ট্রল করে ফেসবুকে দিচ্ছেন বিভিন্ন পোস্ট।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী চিত্র নায়িকা মৌমিতা মৌ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন:

৮৯ টাকা থেকে ডিরেক্ট ১৩৫ টাকা।
৪৬ টাকা বেড়েছে অকটেনের দাম।
ভাবতেছি গাড়ি বিক্রি করে সাইকেল কিনব।

এদিকে শনিবার (৬ অগাস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সরজমিনে ঘুরে দেখা যায়, তেল নিতে আসা অধিকাংশ ক্রেতা মূল্যবৃদ্ধিতে পড়েছেন বিপাকে। বিশেষ করে যারা প্রতিদিন মোটরবাইক নিয়ে ছোটাছুটি করেন, হঠাৎ তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তেল নিতে এসে প্রয়োজনের তুলনায় কম নিতে হচ্ছে তাদের। এতে নানান অসন্তুষ্টি প্রকাশ করেন তারা । এ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে পাম্প থেকে বোতলে এবং ছোট কৌটায় জ্বালানি তেল বিক্রি করতে দেখা যায় পাম্পটিতে।

উল্লেখ্য,কালাম কায়সার পরিচালিত “তোমার আছি তোমারই থাকবো” ছবির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় মৌমিতা মৌ এর । ছোটবেলা থেকেই নাচ পছন্দ মৌমিতার। হাতিরঝিলে এক নাচের একাডেমীতে তাকে দেখে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন পরিচালক কালাম কায়সার। কিন্তু তিনি রাজি হননি। কিছুদিন পর আবার তার ডাক পড়ে। শেষমেষ গল্প শোনার পর রাজি হয়ে যান নান্দনিক এই চিত্রনায়িকা।

আপনার মন্তব্য লিখুন