ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মজুরি বৈষম্যের শিকার সুন্দরগঞ্জের নারী শ্রমিকরা!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ১১, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: মোট শ্রম শক্তির অর্ধেক হওয়া সত্বেও গাইবান্ধার সুন্দরগঞ্জে মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন শ্রমজীবী নারীরা। একটু বিশ্রাম কিংবা কারো সঙ্গে কথা বলা দেখলেই বকুনিও খেতে হচ্ছে শ্রম ক্রেতা ভূস্বামীদের। এ অঞ্চলের অর্থনীতি কৃষি প্রধান হওয়ায় এ পেশায় রয়েছে যথেষ্ট শ্রমের চাহিদা।

পুরুষ শ্রমিকদের মজুরি বেশি ও নারী শ্রমিকদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা কম থাকায় দিন-দিন নারী শ্রমিকদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন পদক্ষেপ ফলে লিঙ্গ বৈষম্য কমে আসলেও কায়িক শ্রমের ক্ষেত্রে মজুরি বৈষম্য যেন জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এসব শ্রমজীবি নাারীদের ওপর।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ উপজেলায় বিস্তৃর্ণ ফসলের মাঠে চলতি ইরি-বোর মৌসুমে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও পাল্লা দিয়ে কাজ করছেন। তবে সমপরিমান কাজ করলেও ন্যায্য মজুরিতে নারী শ্রমিকরা বৈষম্যের শিকার। একজন পুরুষ শ্রমিক প্রতিদিন শ্রম বিক্রি করে যে পরিমান মজুরি পায়, কিন্তু একজন নারী শ্রমিক সমপরিমান শ্রম দিয়ে তার অনেক কম মজুরি পান।

বর্তমানে একজন পুরুষ শ্রমিক মজুরি পাচ্ছে ৪৫০-৫০০ টাকা আর একই কাজে করে একজন নারীশ্রমের মজুরি পাচ্ছে ২০০-২৫০ টাকা। কৃষি কাজে পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকরা এগিয়ে থাকলেও মজুরি বৈষম্যে তারা আজও অবহেলিত।

মহিলা নেত্রী হাফিজা বেগম কাকুলি এ বিষয়ে বলেন, সব কাজে নারীরা একধাপ এগিয়ে থাকলেও পুরুষ স্বাশিত সমাজে আজও তাল মিলিয়ে সমপরিমান কাজ করলেও নারীরা মজুরী বৈষম্যসহ শিকার হয়ে অবহেলিত রয়ে যাচ্ছে। এ বৈষম্য দুর হলে দেশের অর্থনীতি একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন