ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

মুখরোচক রসালো ফল লিচু এখন লালমনিরহাটের হাট-বাজারে!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৫, ২০২৩ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ, লালমনিরহাট।। লিচু অনন্য স্বাদের জনপ্রিয় এক মৌসুমী ফল। অতি পরিচিত এ ফল আমাদের প্রায় সকলেরই প্রিয়। গ্রীষ্মকালীন রসালো এ ফল খুব কম সময়ই পাওয়া যায়। স্বাদ,গন্ধ ও মুখরোচক হওয়ায় ছোট-বড় প্রায় সকলেই পছন্দ করে থাকেন লিচু। শুধু স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুর এ ফল।
Add 99998
পুষ্টিগুণ সমৃদ্ধ টসটসে রসেভরা বিভিন্ন জাতের লিচু এখন বিক্রি হচ্ছে লালমনিরহাটের বিভিন্ন হাট-বাজার সহ ফলের দোকানে। বিভিন্ন জাতের লিচুর মধ্যে বোম্বাই, মাদ্রাজি,চায়না -টু, চায়না-থ্রি ইত্যাদি।

মুলত,শত হিসেবেই বিক্রি হয়ে থাকে সুস্বাদু ও মুখরোচক ফল লিচু। তার সাথে আছে দেশি জাতের লিচু। এর দাম তুলনামূলক কম হওয়ার কারণে, এর ক্রেতা মুলত নিম্নবিত্তরা। লালমনিরহাটের পৌর এলাকা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাইজ ও রং অনুযায়ী মাদ্রাজী ও বোম্বাই জাতের লিচু ২৫০ থেকে ৪০০, চায়না জাতের লিচু ৪৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
যা নিম্ন,নিম্নমধ্যবিত্তের নাগালের বাইরে।
এছাড়া ও দেশি জাতের লিচু পাওয়া যাচ্ছে ১২০ থেকে ২০০ টাকার মধ্যে।

মিষ্টির বদলে পুষ্টিগুণ সমৃদ্ধ,মুখরোচক এ ফল নিয়ে স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন অনেকে।
ভালো দাম পাওয়ায় জেলায় দিনেদিনে লিচুর ফলন ও লিচু বাগানের সংখ্যা বাড়ছে। বাগান ছাড়াও অনেকের বাড়ির উঠানে, বাড়িভিটা সংলগ্ন জমিতে লিচুর গাছ রয়েছে। শখের বশে অনেকেই বাড়িতে লাগানোর কিনে থাকেন লিচুর চারা।

আপনার মন্তব্য লিখুন