ঢাকামঙ্গলবার , ৬ জুন ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে আগুনে পুড়ে নিঃস্ব ৪ টি পরিবার

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৬, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

খাজা রাশেদ,লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে চারটি পরিবারের ঘরবাড়ি সহ সবকিছু পুড়ে ছাই হয়।এতে, নিঃস্ব হয়ে পড়েছে ঐ
পরিবারগুলো।
আগুনে পরিবার চারটির আনুমানিক প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী পরিবারগুলোর সদস্যরা।

৬ জুন(মঙ্গলবার) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের কবির বাড়ি এলাকায় বসবাসরত চারটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছান ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাবার পুর্বেই আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয় সবকিছু।
জানা গেছে রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারিদিকে। এতে নিমেষেই পুড়ে ছাই হয় সবকিছু।

অগ্নিকান্ডের বিষয়ে
কাকিনা ইউনিয়নের চেয়ারম্যান তাহির তাহু জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারগুলোর মাঝে শুকনো খাবারসহ কিছু বস্ত্র দিয়েছি। পরিবারগুলোক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, কাকিনা অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন