ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে জমিজমা নিয়ে প্রতিপক্ষের আঘাতে রক্তাক্ত ভ্যান চালক হাসপাতালে

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ১৬, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

আসাদুল ইসলাম সবুজ ॥ লালমনিরহাটে সাড়ে ১৮ শতক জমিজমা নিয়ে প্রতিপক্ষের মারপিট আঘাতে রক্তাক্ত ভ্যান চালক এশার আলীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ মে) ৬ জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়।
Add 99999
অভিযোগ সুত্রে জানা গেছে, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রতিপুর (মাদ্রাসা) গ্রামের অসহায় ভ্যান চালক এশার আলী (৬০) ভুমিহীন হিসেবে ২০০৬ সালে সরকারে নিকট থেকে সাড়ে ১৮ শকত জমি লিজ নেন। সেই লিজকৃত জমি ভ্যান চালক এশার আলী বড়ভাই মৃত ছেয়ামুদ্দিনের ছেলে একই গ্রামের আলম মিয়া (৪০) গং এর সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছে।

এরেই জেরে সোমবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় ভ্যান চালক এশার আলীর ভোগদখলীয় জমি দখল করতে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে গাছ লাগানোর চেষ্ঠা করেন। এতে ভ্যান চালক এশার আলী বাঁধা দিলে আলম মিয়া গংরা লোহার রড, লাঠি দিয়ে মাথা, শরীরে, হাতে বেদম ভাবে মারপিট করেন। মারপিটের আঘাতে ভ্যান চালক এশার আলীর শরীর ও মাথা গুরত্বর ফাটা রক্তাক্ত জখম হয়।

ওই সময় এশার আলীর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। যাহার ভর্তি বেড নং-৪১, ৩য় তলা, তাং ১৫.০৫.২৩ইং। এ ঘটনায় (১৬ মে) ভ্যান চালক এশার আলী বাদী হয়ে আলম মিয়া (৪০), আয়নাল হোসেন (৩৫), আমিনুল (২৬), কবির (২০) সহ ৬ জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃত ছেয়ামুদ্দিনের ছেলে আলম মিয়া ভ্যান চালক এশার আলীর মামলা থেকে নিজেকে বাঁচাতে গোপঙ্গ অপরাশনে অসুস্থ্য স্ত্রী কহিনুর বেগমকে সদর হাসাপাতালে ভর্তির নাটক করেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, ভ্যান চালককে মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি, যা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন