ঢাকাবৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর কমিউনিটি টাউন হল মিটিং অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
সেপ্টেম্বর ২৯, ২০২২ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাটঃ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় straightening political landscape (spe) এর আওতায় multiparty এডভোকেসি ফোরাম লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাট শহরের রাস্তা সমূহের নাম ফলক, দিকনির্দেশনা বোর্ড, এবং সড়কবাতি স্থাপন বিষয়ক নাগরিক ভাবনা’ শীর্ষক একটি টাউন হল মিটিং ২৮ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বিডিআর রোডস্থ মুনস্টার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রংপুর রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মোঃ আলি ইজাদ এর সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সাবেক এমপি এডভোকেট সফুরা বেগম রুমি।

এসময় সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন এম এ এফ এর ৩ জন সদস্য। লালমনিরহাটের এম এফ এর কার্যক্রম তুলে ধরে এম এ এফ এর সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি মূল আলোচনা পেশ করেন।

এরপর আলোচনার প্রেক্ষিতে লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন এ বিষয়ে তার মতামত তুলে ধরেন এবং এ বছর ডিসেম্বরের মধ্যেই কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, লালমনিরহাট জেলা ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ফেলো অ্যাডভোকেট নজরুল ইসলাম, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের প্রেসিডেন্ট মোফাজ্জল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ফোরামের ২৩ জন সদস্যসহ, সাংবাদিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কাউন্সিলরসহ মোট ৩৯ জন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রংপুর রিজিয়নের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন