ঢাকাশনিবার , ১৬ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

শীত!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ১৬, ২০২১ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

শীত
লোকমান হোসেন

প্রচন্ড শীত!
হাড়কাঁপানো শীত,
মৌসুমি শৈত্যপ্রবাহ,
বুঝে শুধু সাধারণ মানুষ –
খেটে খাওয়া কৃষক-শ্রমিক জনগণ।
অন্যদেরতো এয়ারহিটার, হটটেম্প্রেচার মেশিন,
হোমহিটার আরো কত কি!
তাইতো স্যুটকোর্ট পড়ে ফুলবাবু সেজে ছুটে চলা,
নরম গরম কথা বলা।
কষ্ট শুধু গরিবদুঃখী অসহায় মানুষের-
গাঁয়ে থাকা শিশু-কিশোরদের
নাক দিয়ে ঝরছে পানি,
হাত-পা থরথরে কাঁপে শীতের কাঁপুনি।
ছিড়া কাঁথার নিচ থেকে বের হয়ে আসে,
সকালের সূর্যের দেখা নিতে
সূর্য উঠার আগেই সূর্যের প্রতিক্ষায় প্রহরগুণে পুকুরপাড়ে নদীরঘাটে
একটু উত্তাপ একটু আলোর প্রত্যাশায়-
একটু শান্তির জন্যে
ঘনকুয়াশা ভেদ করে যখন সূর্যিমামা উঁকি মারে
সাথে সাথে শিশু-কিশোররা চিৎকার করে বলে যায়;
রোদ উঠ্ ফাইট্টা গুয়া দিমু কাইট্টা-গুয়া ক্ষেতে ছেঙ্গাফুল,
ছেঙছেঙ্গাইয়া রোদ উঠ্-হুর্‌রে তাড়াতাড়ি রোদ উঠ্‌রে।
নিষ্পাপ সেই শিশু-কিশোরদের ডাকে সত্যি সত্যি রোদ উঠে-
সূর্যের উত্তাপ বাড়তে থাকে গ্রামীণ জীবনে আনন্দের পরশ পায়,
পল্লী গাঁয়ের জনজীবন কত সরল সোজা-অল্পতে তারা বেজায় খুশি।
আমরা যারা শহরের মানুষ বিত্তবান বিত্তশালী- গরিবদুঃখীদের জন্য আমাদের করণীয় অনেক।
অভাবী দুঃখীমানুষদের দুঃখকষ্ট লাঘবে মানবতাবোধ জাগ্রত চাই,
তবেইতো মানুষে মানুষে প্রেমভালোবাসার সুখশান্তিতে আলোকিত থাকবে ভুবন

আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/জিজ্ঞাসা/

আরো পড়ুনঃ https://www.protidiner-bd.com/সময়ের-উলটোরথে/
প্রিয় পাঠক,
এমন সুন্দর সুন্দর কবিতা/ সাহিত্য পড়তে এ পোর্টাল এর শিক্ষাঙ্গন ও সাহিত্য ক্যাটাগরি ভিজিট করুন।

আপনার মন্তব্য লিখুন