ঢাকাসোমবার , ২২ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পড়ে ৪ পরিবারের ১১জন অসুস্থ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২২, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জয়ন্ত সাহা যতন।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদের গ্রামে অঙ্গানপাটির খপ্পরে পড়ে ৪ পরিবারের ১১জন সদস‍্য গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

২১ মার্চ রবিবার রাতে এ ঘটনা ঘটে,এলাকাবাসী সুত্রে জানা যায় একজন কাপড় ব‍্যবসায়ি দীর্ঘদিন থেকে ঐ গ্রামে আসা যাওয়া করতো এবং ঐ গ্রামের এর ওর বাড়িতে থাকত।

গতকাল রাতে ঐ কাপড় ব‍্যবসায়ির বাজার থেকে রসমালাইয়ে মেডিসিন মিশিয়ে এনে ছমির উদ্দিনের বাড়িতে দেয়,পড়ে ঐ রসমালাই ছমির উদ্দিনের পরিবার সহ পাশের ৩টি পরিবারের লোকজনও খেয়ে ৪ পরিবারের ১১জন সদস‍্য অসুস্থ অবচতেন হয়ে পড়লে ঐ ব‍্যক্তি ঐসব পরিবারের মোবাইল ফোন, টাকা,স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
সোমবার সকালে পাশের বাড়ির লোকজন ঐসব পরিবারের লোকজনকে না দেখতে পেয়ে তাদের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখে তারা অচেতন অবস্থায় পড়ে আছে.
পড়ে তারা ডাক্তারকে খবর দিলে,ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা দেয়.

অসুস্থ‍্যরা হলেন,নছির উদ্দিনের পুত্র ছমির উদ্দিন,ছমির উদ্দিনের স্ত্রী রহিমা বেগম,ছমির উদ্দিনের পুত্র আব্দুর রহিম,আহম্মদ আলীর মেয়ে শাহানুরী বেগম,আব্দুর রাজ্জাকের পুত্র বিপ্লু মিয়া,বিপ্লু মিয়ার স্ত্রী বিউটি বেগম,হান্নান মিয়ার স্ত্রী শরিফা বেগম,মৃতঃ নছির উদ্দিনের স্ত্রী ছবিরন নেছা,ছালাম উদ্দিনের মেয়ে সেলিনা বেগম,পূত্র ছলিম মিয়া,ছলিম উদ্দিনের স্ত্রী শাহীনা বেগম,
বিষয়টি বামনডাঙ্গা তদন্থ কেন্দ্র জানতে পারলে তদন্ত কর্মকর্তা শফিকুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত‍্যতা নিশ্চিত করে।

আপনার মন্তব্য লিখুন