ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

অখণ্ড প্রেমের কবিতা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ৯, ২০২১ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

অখণ্ড প্রেমের কবিতা
জি.এম.কৃষ্ণা শর্ম্মা

একটা দীর্ঘশ্বাস জমা হয় ভুল করে
মিস হওয়া শেষ ট্রেনে,
নির্ঘুম রাত বসে থাকি আলো-আঁধারের স্টেশনে।
আমার শহরে ফিরে দেখি বিষণ্নময় আকাশ,
আয়নায় তাকিয়ে খুঁজি ভালো থাকার উচ্ছ্বাস,
দমকা ঝোড়ো হাওয়ার শেষে শান্ত উদাসীন চোখ,
এর গভীরতা খুঁজতে যেওনা,
গল্পটা না হয় শুরুতেই শেষ হোক।

সেই ফুলগুলোকে ছুঁইনা আমি —
যে ফুলে মিশে আছে তোমার সুগন্ধি সমাহার,
ভেঙে গেছে সব যত স্বপ্ন আমার,
যেখানে তোমার স্বপ্নের ছোঁয়া লাগে
চোখের জলে ভাসে বহুদিনের জমে থাকা বেদনা
স্মৃতি আর বিষাক্ত দীর্ঘশ্বাস।
আবছা ভোরের আলোয় অভিশপ্ত পাখির ডাকে
পুনরায় জেগে ওঠে তোমার আমার
মিথ্যে প্রেমের অখণ্ড ইতিহাস।

আপনার মন্তব্য লিখুন